Skip to content
Home » ঘরে বসে ৫ মিনিটে জন্ম নিবন্ধন যেকোন ভুল সংশোধন করার নিয়ম । Correction of birth registration errors in Bangli 2022

ঘরে বসে ৫ মিনিটে জন্ম নিবন্ধন যেকোন ভুল সংশোধন করার নিয়ম । Correction of birth registration errors in Bangli 2022

হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন এখন থেকে ঘরে বসে আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনার জন্ম নিবন্ধনের যে কোন ভুল সংশোধন করতে পারবেন ।আজকে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব জন্মনিবন্ধনের সকল সমস্যার সমাধান ।  যে সকল ভাই-বোনদের জন্ম নিবন্ধনের সমস্যা নিয়ে চিন্তায়  রয়েছে সেই সকল ভাই-বোনদের জন্য  আজকের এই পোস্টটি । জন্ম নিবন্ধন সংশোধন করা খুব সহজ যদি আপনি নিচের ধাপগুলো অনুসরণ করেন ।  তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেয়া যাক কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন ।

ঘরে বসে ৫ মিনিটে জন্ম নিবন্ধন ভুল সংশোধন করার নিয়ম । Correction of birth registration errors in Bangli 2022

জন্ম নিবন্ধন ভুল কিভাবে সংশোধন করবঃ

আসুন এবার দেখে নেয়া যাক কিভাবে আপনি ঘরে বসেই আপনার হাতের স্মার্ট ফোন দিয়ে আপনার জন্ম নিবন্ধন ভুল সংশোধন করতে পারবেন ।  আপনি এখানে কি কি পরিবর্তন করতে পারবেন ? এখানে আপনি সকল বিষয়াদি যেমন, আপনার বয়স, পিতা মাতার নাম , আপনার নাম ,  আপনার মায়ের নাম ,  ইত্যাদি সকল বিষয়ে সংশোধন করতে পারবেন ।  আসুন এবার দেখি নেয়া যাক কোন কোন ধাপে কাজ করলে এই সকল সমস্যা সমাধান হতে পারে । 

১। (ধাপ) = প্রথম অবস্থায় আপনাকে নিচের দেওয়া লিংকে ক্লিক করে গভারমেন্ট এর সাইটে প্রবেশ করতে    হবে । 

২। (ধাপ)= এরপর নিচে একটি ফরম বের হবে । সেই ফর্ম এর মাঝখানে জন্ম নিবন্ধন লেখা রয়েছে সেখানে কি করতে হবে ।  জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন  নামে একটি লেখা আসবে সেখানে আপনার কি করতে হবে ।  তাহলে আপনি আপনার জন্ম সনদ সংশোধন করতে পারবে না ।  ফর্মটির    মাঝে দেখাবে আপনার যদি পিতা/ মাতার নাম সংশোধন করতে চান তাহলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন । আপনি যদি আপনার বাবার নাম সংশোধন করতে চান তাহলে সেটি পড়তে পারেন ।  আর যদি আপনার নামে বসে ভুল থাকে সে ক্ষেত্রে আপনি নিচের যে প্রক্রিয়াটি আছে সেটি সফল করুন । 

৩। (ধাপ)= নিচের প্রক্রিয়াধীনে রয়েছে প্রথমে রয়েছে জন্ম নিবন্ধন এর নাম্বার ।  এরপর রয়েছে জন্ম তারিখ বসাতে হবে ।  একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন আপনার জন্ম নিবন্ধনের নাম্বার ও জন্ম তারিখ বসাচ্ছেন সেটি যেন আপনার ডিজিটাল হয় ।  তা না হলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন টি সার্চ করে আসবে না ।  তাই যাবে জন্ম নিবন্ধন ডিজিটাল পারেনি তারা  ইউনিয়ন পরিষদ থেকে তাড়াতাড়ি ডিজিটাল  করে নিন ।  এছাড়া আপনি আপনার জন্ম নিবন্ধনের  ভুল সংশোধন করতে পারবেন না । 

৪। (ধাপ)=জন্ম নিবন্ধন এর নাম্বার এবং জন্মতারিখ বসানোর পর নিচে অনুসন্ধান লেখাটিতে ক্লিক করুন । ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার জন্ম নিবন্ধন টি চলে এসেছে । 

৫। (ধাপ)= আপনার  নিবন্ধন টি  চলে আসার পর  ডানপাশে নির্বাচনের লেখাতে ক্লিক করুন । নির্বাচন লেখাতে ক্লিক করলে আপনাকে কনফার্ম বা বাতিল নামে দুইটি অপশন দেবে ।  আপনি কনফার্ম এ ক্লিক করবেন ।

৬। (ধাপ)=কনফার্ম এ ক্লিক করার পরে আপনাকে নিচে একটি ফরম পূরণ করতে হবে । প্রথমে দেশ , এর পর বিভাগ , এরপর জেলা , এরপর উপজেলা , আপনার ইউনিয়ন বা সিটি কর্পোরেশন । এরপর পরবর্তী একটি অপশন আছে পরবর্তীতে ক্লিক করুন । 

ঘরে বসে ৫ মিনিটে জন্ম নিবন্ধন ভুল সংশোধন করার নিয়ম । Correction of birth registration errors in Bangli 2022

আরও পড়ুন=জন্ম নিবন্ধন যাচাই মাত্র ২ মিনিটে নিজ হাতের মোবাইল দিয়ে । Birth registration verification in Bangli 2022

৭ । (ধাপ)=  পরবর্তী ক্লিক করার পর সেখানে  একটি লেখা আসবে “ জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে”  এর মানে আপনি যদি এটি সর্বোচ্চ সংশোধন করতে পারবেন এর বেশী পারব না । এর একটু নিচে দেখবেন লেখা রয়েছে  বিষয় ।  আপনি কোন বিষয়টি সংশোধন করতে চাচ্ছেন তার একটি লিস্ট নিচে দেয়া হয়েছে ।  আপনি এখান থেকে যে বিষয়গুলো সংশোধন করতে পারবেন সেই হিসেবে  লিস্ট দেওয়া হয়েছে । 

৮। (ধাপ)=এরপরে  চাহিত সংশোধিত তথ্য এ আপনি যে  বিশেষ সংশোধন করতে চাচ্ছেন  সেটি ক্লিক করে বসান । 

৯ । (ধাপ) = এরপর সংশোধনের কারণ , সেখানে  নির্বাচন করুন লেখাতে ক্লিক করে সেখানে আপনি ভুল নিবন্ধন করা হয়েছে সেটাতে ক্লিক করুন । 

১০। (ধাপ)=আপনি আরও লেখা দেখতে পারবেন আরো তথ্য সংযোজন করুন । এখানে আপনি বিভিন্ন রকমের সংশোধনের জন্য অপশন পাবেন ।  আপনি যে বিষয়ে সংশোধন করতে চাচ্ছেন তার একটি লিস্ট বের হবে ।  সেখান থেকে আপনি যে বিষয়ে সংশোধন করতে যাচ্ছেন সেটিতে ক্লিক করে পূরণ করুন । এরপর নিচের ফরমটি আপনাকে পূরণ করতে হবে ।  সেখানে লেখা রয়েছে আপনার বাংলা নাম ,  ইংরেজি নাম , আপনার ঠিকানা ,  জেলা , উপজেলা , ইউনিয়ন , স্থায়ী ঠিকানা , বর্তমান ঠিকানা , ইত্যাদি দিয়ে পূরণ করুন । 

অনুসরণ করুনঃ

১১ । (ধাপ)= ফর্মটি পুরণ হয়ে গেলে নিচে দেখবেন আবেদনকারী তথ্য,আপনি যদি আপনার নিবন্ধনটি নিজেই সংশোধন করতে চান তাহলে অভিভাবক অপশনে টিক মার্ক দিন । আপনি যদি আপনার ছেলে মেয়ের জন্য নিবন্ধন সংশোধন করতে চান তাহলে পিতা-মাতা পিতামহ মাতামহী অপশনে ক্লিক করুন । এরপরে আবেদনকারীর নাম দিতে হবে । 

তারপরে আবেদনকারীর ঠিকানা দিতে হবে । এরপর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে । মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে তথ্য দেয়া হবে আপনার জন্ম নিবন্ধন সক্রিয় করা হয়েছে কিনা ।  এবং  পাশে একটি জিমেইল আইডি দিতে হবে । এরপরের নিচে সংযোগের নামে একটি লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে । সংযোজন অপশনে ক্লিক করার করেন এখানে আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্ট রয়েছে যেমন , বয়সে যদি কোন সমস্যা থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য সেখানে দিতে হবে ।

এরপর সিলেক্ট অপশনে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডটির  ফটোকপি ডাউনলোড করে সেখানে বেস্ট করে দিতে হবে ।  এরপরে পেমেন্ট এর মাধ্যমে আপনি কোন মাধ্যমে   পেমেন্ট চান করতে । পেমেন্ট করার পর আপনাকে  সাবমিট এ ক্লিক করতে হবে । স্যার মিটিং ক্লিক করার সাথে সাথে লেখা দেখাবে আপনার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে । প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনাকে একটি আবেদন পত্রের নাম্বার দেয়া হবে ।  এবং এটি আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে দেওয়া হবে । সেখানে লেখা রয়েছে ১৫ দিনের মধ্যে আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার জন্ম নিবন্ধন প্রিন্ট করে নিতে পারবেন । 

জন্ম নিবন্ধন ভূল সংশোধন করতে লিংকে ক্লিক করুন ।

জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড কিভাবে করব ?

জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড করা খুবই সহজ । কপিউটার হলে ডাউনলোড লেখা একাই ভেসে উঠবে । সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন । 

আপনি যদি আপনার জন্ম নিবন্ধনটি ডাউন লোড করতে চান তাহলে কিভাবে করবেন । আপনি যদি জন্ম নিবন্ধন কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে আপনার হাতে কম্পিউটার থাকতে হবে । আর যদি না থাকে তাহলে কি করে করবেন ? আপনার হাতে যদি মোবাইল থাকে তাহলে সেটি দিয়ে স্ক্রিন সর্ট দিয়ে রাখতে পারেন ।  আপনার প্রয়োজন অনুযায়ী সেটি দেখতে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *