Skip to content
Home » কুরআন-হাদীসের শ্রেষ্ঠ বাণী ও উক্তি

কুরআন-হাদীসের শ্রেষ্ঠ বাণী ও উক্তি

কুরআন-হাদীসের শ্রেষ্ঠ বাণী ও উক্তি

কুরআন শরীফ মহান আল্লাহ তা’আলা মানুষের হেদায়েতের জন্য সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাম এর কাছে পাঠিয়েছেন । এখানে আমরা কিভাবে জীবন যাপন করলে ভালো থাকবো এবং  পরে জান্নাতবাসি হতে পারব সে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর হাদিস হচ্ছে যেগুলো নবী-রাসূলের মুখ থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলোই । কারণ প্রত্যেকটি নবী রাসুলের কথা ছিল অধিক মূল্যবান । আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাঃ । মহান আল্লাহতালা সমস্ত  ব্রহ্মান্ডের মালিক তাই তার এবাদত দের জন্য  আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন । কিন্তু আমরা তাঁর ইবাদত না করে  ভুল পথে হাটতেছি ।

তাই অনেকেই আছেন যারা কোরআন শরীফ ও হাদিসের সর্বশ্রেষ্ঠ বাণী গুলো শুনতে চাই । তাই আমরা তাদের তো চিন্তা করি আজকের এই পোস্টটি   করেছি । আপনার জন্য আমাদের পোস্টের মাধ্যমে খুব সহজেই কোরআন হাদিস থেকে বাণী এবং উক্তি গুলো পেয়ে যান । তাহলে আসুন জেনে নেয়া যাক কোরআন হাদিসের আলোকে সর্বশ্রেষ্ঠ বাণী ও উক্তি গুলো ।

কুরআন-হাদীসের শ্রেষ্ঠ বাণী

আপনি কি কুরআন হাদিসের শ্রেষ্ঠ বাণী সম্পর্কে জানার জন্য এসেছেন তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্যই । কারণ এখন আমি আমার পোস্টের মাধ্যমে কুরআন-হাদীসের শ্রেষ্ঠ বাণী গুলো আপনাদের সামনে তুলে ধরব । যা আপনাকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে । ভালো কাজ করলে মহান আল্লাহতালা খুশি হন আর তিনি খুশি হলেই আমরা মৃত্যুর পর ভালো জায়গায় থাকতে পারবো ।

তাই আমাদের প্রতিনিয়ত ভালো কাজগুলো করা উচিত । কারণ পৃথিবীর জীবন হচ্ছে ক্ষণস্থায়ী পৃথিবীতে সুখ মরীচিকা মাত্র । তাই মৃত্যুর পরের জীবন অনন্তকালের জীবন সে জীবনের কথা চিন্তা করে কিছু আমল করতে হবে যাতে পরকালে ভালো জায়গায় থাকতে  পারি । তাহলে আসুন জেনে নেয়া যাক কুরআন ও হাদিসের শ্রেষ্ঠ বাণী সম্পর্কে ।

  1. দুটি চোখকে দোজখের আগুন স্পর্শ করবে না; একটি হলো সেই চোখ, যা আল্লাহর ভয়ে রোদন করে, আর দ্বিতীয় হলো সেই চোখ যা রাতভর আল্লাহর রাস্তায় প্রহরা দিচ্ছিল।
    —— তিরমিযী
  2. যে ব্যক্তি সাচ্চাদিলে শাহাদাত কামনা করে, তাকে শাহাদাতের মর্যাদাই দান করা হয়; সে তার নিজের বিছানায় মৃত্যুবরণ করলেও।
    —— মুসলিম
  3. যে ব্যক্তি নিজের ধনমালের কারণে নিহত হয়েছে, সে শহীদ।
    —— বুখারী ও মুসলিম
  4. ফিতনার সময় বন্দেগী করার সওয়াব, আমার দিকে হিজরত করার সমতুল্য।
    —— মুসলিম
  5. আল্লাহর পথে সকাল ও সন্ধ্যায় অতিবাহিত করার দুনিয়া ও তার মধ্যকার সকল বস্তুর চেয়ে উত্তম।
    —— বুখারী ও মুসলিম
  6. রাতের (নফল) নামায হলো দুই দুই রাকায়াতের; তোমরা যখন সকাল হবার ভয় করবে, তখন এক রাকায়াত বিতর পড়বে।
    —— বুখারী ও মুসলিম
  7. আর নামায আদায় করো এবং যাকাত প্রদান করো।
    —— বাকারা: ৪৩
  8. যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আকাঙ্খায় শবে কদরের রাতে ইবাদাত করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।
    —— বুখারী ও মুসলিম
  9. তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে আর তারা শেষ পর্যন্ত আপন পরোয়ারদিগারকে ভীতি ও প্রত্যাশার সাথে ডাকে।
    —— সাজদা: ১৬
  10. আর রাতের কোন কোন অংশে তোমরা জাগ্রত হও এবং তাহাজ্জুদের নামাজ পড়ো। এই রাত্রি জাগরণ তোমাদের জন্য কল্যাণের উৎস।
    —— ইসরা: ৭৯
  11. যে ব্যক্তি জুমুআর দিন অযু করলো, সে ভালো এবং উত্তম কাজ করলো। আর যে ব্যক্তি গোসল করলো সে সর্বোত্তম কাজ করলো।
    —— আবু দাউদ
  12. যে ব্যক্তি ঈমানের তাগিদে এবং সওয়াব লাভের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পূর্বের গুণাহ মাফ হয়ে যায়।
    —— বুখারী
  13. অত:পুর যখন নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা নিজ নিজ পথে ছড়িয়ে যাও আল্লাহর অনুগ্রহ সন্ধান করো।- জুমআ: ১০
  14. তোমাদের রাতের শেষ নামাযকে বিতরের নামাযে পরিণত করো।
    —— বুখারী
  15. হে লোকেরা! তোমরা আপন ঘর সমূহে নামায পড়ো। এ কারণে যে, ফরজ নামায ছাড়া লোকদের আপন ঘরে নামায পড়া উত্তম।
  16. সমস্ত নামায, বিশেষত; মধ্যবর্তী নামায, পূর্ণ হেফাজতের সাথে আদায় করো।
    —— বাকারা: ২৩৮
  17. আর যদি তারা তওবা করে, নামায আদায় করে ও যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও।
    —— তাওবা: ০৫
  18. জামায়াতের সাথে নামায পড়া, একাকী নামায পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি ফযীলতময়।
    —— বুখারী ও মুসলিম
  19. আল্লাহর বান্দাহ হালো তারা, যারা জমিনের ওপর আস্তে পা ফেলে, আর যখন জাহিল লোকেরা তাদের সঙ্গে কথাবর্তা বলে, তখন তাদেরকে সালাম বলে বিদায় করে দেয়।
    —— ফুরকান: ৬৩
  20. যে সব লোক অন্ধকার রাতে মসজিদের দিকে গম করে, কিয়ামতের দিন তাদেরকে পূর্ণাঙ্গ আলোয় সমুজ্জল হওয়ার সুসংবাদ দান করো।
    —— আবু দাউদ
  21. যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তা তার অন্তর্নিহিত তাকওয়ারই নিদর্শনের অন্তূর্ভক্ত।
    —— সূরা হাজ্জ্ব: ৩২
  22. যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় মসজিদের দিকে গমন করে, আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা করেন। যখনি সকাল-সন্ধা সে গমন করে, তখনই ঘটে।
    —— বুখারী ও মুসলিম
  23. যে ব্যক্তি আসর এর নামাজ ছেড়ে দিল, তার সমস্ত আমলই বাতিল হয়ে গেল।
    —— বুখারী
  24. অবশ্য নামায অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে।
    —— আনকাবুত: ৪৫
  25. যখন তোমরা আযান শোনো তখন সেই শব্দাবলীই উচ্চারণ করো, আযান প্রদানকারী যেগুলো উচ্চারণ করে থাকে।
    —— বুখারী ও মুসলিম
  26. যে ব্যক্তি উত্তমরূপে অযু করে তার দেহ থেকে তার গুণাহসমূহ ঝড়ে পরে যায়। এমনকি তার নখের নীচ থেকেও তা বের হয়ে যায়।
    —— মুসলিম

কুরআন-হাদীসের শ্রেষ্ঠ উক্তি

আপনারা যারা কোরআন-হাদিসের অমূল্য উক্তি সম্পর্কে জানার জন্য এসেছেন তারা আমাদের পোস্টের সাথেই থাকুন আমরা এখন অবধি পোস্টের মাধ্যমে কুরআন-হাদীসের অমূল্য উক্তি গুলো তুলে ধরব । যা থেকে আপনারা উপকৃত হতে পারবেন । আর আশা করি সেই আলোকে জীবন যাপন করার চেষ্টা করবেন । কারণ জীবন একটাই মৃত্যুর পর আসে জীবন ফিরে পাবেন না । তাই বেঁচে থাকতে সকল  আমল করে নিন দেখবেন ভবিষ্যতে ভালো কিছু পাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক কোরআন-হাদিসের অমূল্য উক্তি গুলো সম্পর্কে ।

  1. যে জানে, আর যে জানে না; তারা উভয়ে কি সমান সমান হতে পারে
    —— সূরা জুমার: ০৯
  2. তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞানদান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত রাখবেন।
    —— সূরা মুজাদালাহ
  3. আল্লাহকে তার বান্দাদের মধ্যেতো সেই ভয় করে, যে জ্ঞানের অধিকারী।
    —— ফাতির: ২৮
  4. আল্লাহ যে ব্যক্তির কল্যাণ সাধনের ইচ্ছে পোষণ করেন, তাকে দ্বীনি সংক্রান্ত ব্যাপারে বুঝ দান করেন।
    —— বুখারী ও মুসলিম
  5. হে জাতির লোকেরা! ওজন ও মাপে পূর্ণতা বিধান করো এবং লোকদের প্রাপ্য জিনিস কম দিওনা।
    —— হুদ: ৮৫
  6. যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হলো, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে।
    —— তিরমিযী
  7. কোন ব্যক্তিকে দ্বীনী ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলে, সে যদি তা গোপন করে, তাহলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।
    —— আবু দাউদ
  8. তোমরা যদি শোকর আদায় করো, তাহলে আমি তোমাদের অনেক বেশি দান করবো।
    —— ইবরাহীম: ০৭
  9. আর তাদের সর্বশেষ কথা এই হবে যে, সব প্রশংসাই আল্লাহ রাব্বুল আলামীনে জন্য।
    —— সূরা ইউনুস: ১০
  10. যে ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান জানায়, সে এ পথের অনুসারীদের সওয়াবের সমপরিমাণ সওয়াব পাবে। তাতে ঐ লোকদের সওয়াবের বিন্দুমাত্র ঘাটতি হবে না।
    —— মুসলিম
  11. আর তোমাদের প্রভূ বলেছেন, তোমরা আমার কাছে দুআ করো, আমি তোমাদের দুআ কবুল করবো।
    —— ফাতির: ৬০
  12. মহিমান্বিত আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে আমার কাছে প্রিয় সেই বান্দাহ, যে শীঘ্র ইফতার করে।
    —— তিরমিযী
  13. যে ব্যক্তি মিথ্যা বলা এবং সেই মোতাবেক কাজ করা থেকে বিরত থাকে না; সে তার খানাপিনা ছেড়ে দিক, এতে আল্লাহর কোন প্রয়োজন নেই।
    —— বুখারী
  14. যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং তারপরও শাওয়ালের ছয় রোজা রাখলো, সে যেন সারাবাছর রোজা রাখলো।
    —— মুসলিম
  15. তুমি যখন রোজা রাখতে চাইবে, তখন তের, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখবে।
    —— তিরমিযী
  16. যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাবে, সেও তার সমান সওয়াবের অধিকারী হবে। কিন্তু তাতে রোযাদারের সওয়াব কিছুমাত্র হ্রাস পাবে না। -তিরমিযী
  17. তোমরা সবাই মুশরিকদের সাথে যুদ্ধ করো, যেরূপ ওরা সবাই তোমাদের সাথে যুদ্ধ করছে। আর জেনে রাখ, আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন।- তাওবা: ৩৬
  18. তোমরা অবশ্যই সেহরী খাও; কারণ সেহরীতে বরকত আছে।
    —— বুখারী
  19. লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্য থাকবে।
    —— বুখারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *