Skip to content
Home » কিভাবে স্মৃতিশক্তি ভালো রাখবেন | মাথার ব্রেন ভালো রাখার উপায়

কিভাবে স্মৃতিশক্তি ভালো রাখবেন | মাথার ব্রেন ভালো রাখার উপায়

  • by
কিভাবে স্মৃতিশক্তি ভালো রাখবেন

হ্যালো বন্ধুরা আমাদের পোস্টের মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনি আপনার স্মৃতি  শক্তি ভালো রাখতে পারবেন আমাদের স্মৃতি শক্তি যত বেশি হবে আমরা আমাদের  স্মৃতি  শক্তির মাধ্যমে যেকোনো কাজ দ্রুত সম্পন্ন করতে পারব আর আমরা যদি কোন কিছু মনে রাখতে না পারি তাহলে  আমাদের  শক্তি হবে দুর্বল । স্মৃতি সাধারণত নানা ধরনের হয়ে থাকে । তেমনি স্মৃতিশক্তি ধরে রাখার জন্য আমাদের মগজে থাকে নানা ধরনের অংশ ।আমাদের কাজকর্মের যে স্মৃতি সেটা সাধারণত ধারণ করে মগজ এর সামনের অংশ । এই অংশটি কে বলা হয় ফ্রন্টাল লোবে । আর আমরা আজকে আমাদের পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কি কারণে স্মৃতিশক্তি হারিয়ে যায় আর কি করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সে সম্পর্কে । স্মৃতিশক্তি বৃদ্ধি করতে জানতে চাইলে আমাদের সম্পূর্ন পোস্ট পড়ুন ।

স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণ

স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে তা আমরা আমাদের পোস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব । আমাদের স্মৃতি শক্তি সংরক্ষিত থাকে  মগজের । আর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যে কয়টি কারণে মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যায় তা হল মনসংযোগের অভাবে  স্মৃতিশক্তি হারিয়ে যায়,  বয়স  বৃদ্ধির কারণে স্মৃতিশক্তি হারিয়ে যায় , নানা ধরনের অসুখের কারণে স্মৃতিশক্তি হারিয়ে যায় , আবার অনেক সময় মাথায় আঘাত পেলেও স্মৃতিশক্তি হারিয়ে যায় । অনেকেই অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবন করে মদ্যপান এবং মাদক সেবনের কারণে স্মৃতিশক্তি হারিয়ে যায় । তাই আমাদের সকল বিষয় থেকে সাবধান থাকতে হবে জেনো আমাদের স্মৃতি শক্তি হারিয়ে না যায় । আমরা যেন সুস্থ মস্তিষ্ক নিয়ে পৃথিবীতে বসবাস করতে পারি । মহান আল্লাহ তা’আলা আমাদের সবাইকে সুস্থ রাখুক ।

স্মৃতিশক্তি ভালো রাখার কৌশল

স্মৃতিশক্তি ভালো রাখার জন্য বেশ কিছু উপায় আছে যা করলে আমরা আমাদের স্মৃতি শক্তি কে আরো মজবুত এবং শক্তিশালী করতে পারব । আমাদের স্মৃতি শক্তি ভালো রাখতে হলে অবশ্যই আমাদেরকে পরিশ্রমই হতে হবে বেশি বেশি কাজকর্ম করতে হবে, গান বাজনা  এবং নিত্য নতুন খবর শুনতে হবে । আমাদের স্মৃতি শক্তি কতটা মজবুত এজন্য আমাদের কিছু কাজ করতে হবে যেগুলো করলে আমরা বুঝতে পারবো যে আমাদের স্মৃতি শক্তি অনেক মজবুত যেমন শব্দজব্দ,  পাজল সমাধান করা , বেশি বেশি অংক করা এসব কাজ যদি আমরা দ্রুত করতে পারি তাহলে বুঝতে হবে আমাদের তিন শক্তি অনেক মজবুত । গ্রিন টি, কফি আমাদের  মস্তিষ্ক অনেক সতেজ রাখে । খাবারের মধ্যে রয়েছে  জাম , ডিম , ছোট মুরগির মাংস, ঘরে পাতা টক দই, শাকসবজি , বিশেষ করে লাল শাক এই খাবারগুলো আমাদের মস্তিষ্ককে অনেক সতেজ রাখে ।

স্মৃতিশক্তি ভালো রাখার জন্য ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম

আর মস্তিষ্ককে সতেজ রাখতে ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম । বেশি রাত জাগলে মস্তিষ্কের অনেক ক্ষতি হয় তাই আমাদের মস্তিষ্ককে ভালো রাখতে হলে দ্রুত ঘুমিয়ে যেতে হবে ।আর মস্তিষ্ক ভালো থাকলে আমাদের  স্মৃতি শক্তি  বৃদ্ধি পাবে এবং ভালো থাকবে । ঘুমের সাথে সাথে আমাদের নিয়মিত ব্যায়াম, নতুন নতুন খেলাধুলা করতে হবে খেলাধুলা করলে মস্তিষ্কের ব্যায়াম হয় মস্তিষ্ক ভালো থাকে । আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি করলে মস্তিষ্ক ভালো থাকবে আর আপনারা এসব নিয়ম মেনে চলার চেষ্টা করবেন । আপনার মস্তিষ্ক ভালো থাকলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যাবে । আর এসব উপায় মেনে চললে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং ভালো থাকবে । মহান আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *