Skip to content
Home » কিডনি রোগের কারণ লক্ষণ ও প্রতিকার। কিডনি ভালো আছে কিনা বোঝার উপায়

কিডনি রোগের কারণ লক্ষণ ও প্রতিকার। কিডনি ভালো আছে কিনা বোঝার উপায়

কিডনি রোগের সকল লক্ষন ও প্রতিকার গুলো দেখে নিন। Symptoms and treatment of kidney disease in Bangli 2022

কিডনি সমস্যা

আজকে আমরা আলোচনা করব মানুষের শরীরে কিডনির সমস্যা হলে কিভাবে বুঝব এবং কিভাবে এর প্রতিকার খুঁজে পাবো ।  অনেক সময় দেখা যায় বিভিন্ন কিডনি সমস্যায় মানুষ জর্জরিত হয়ে পড়ে এবং বিভিন্ন দুশ্চিন্তা জড়িয়ে  পরে । আজকে আমার সেই সকল সমস্যার এবং এর সমাধান নিয়ে আলোচনা করবো ।  যাদের যাদের এইরকম কিডনির সমস্যা নিয়ে দুশ্চিন্তায় আছে সেইসকল মানুষটির জন্য আজকের এই পোস্ট,তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিডনি সকল সমস্যা  ও সমাধান নিয়ে আলোচনা করা যাক ।

কিডনি রোগের সকল লক্ষন ও প্রতিকার গুলো দেখে নিন। Symptoms and treatment of kidney disease in Bangli 2022

আরও পডুনঃ ওষুধ ছাড়াই স্বাস্থ্যবান হন ৫টি খাবারে | আগের থেকে অনেক উন্নতি হন গেরান্টি সহকারে ।

কিডনি কি?

 আমাদের শরীরের মেরুদন্ডের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনী।  মেরুদণ্ডের শেষ প্রান্তে দু’পাশে দুটি কিডনি থাকে ।  যা দেখতে হালকা বাদামির মত ।  কিডনি এর কাজ হচ্ছে মানবদেহ-রক্ত  বর্জ্য পদার্থ  ও মূত্র উৎপাদন । 

কিডনি রোগের লক্ষণঃ

 আমাদের শরীর মেরুদন্ডের দুই পাশে দুটি কিডনি রয়েছে ।  কিডনির কাজ মূলত  মানুষ  শরীরের  রক্তে যেসকল বর্জ্য পদার্থ  রয়েছে তা শাকুনি  দেওয়াই হচ্ছে  কিডনির কাজ  এবং মূত্র উৎপাদন করা । 

 আসুন এবার জেনে নেয়া যাক কি কি লক্ষণ গুলো দেখলে বুঝবে এগুলো কিডনি রোগের লক্ষণ?

প্রসাবে জ্বালাপোড়াঃ

 কিডনি  রোগের প্রধান লক্ষণ হচ্ছে প্রসাবে জ্বালাপোড়া ।  অনেক সময় দেখা যায় যে প্রসব করতে গেলে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে ।  হালকা হালকা ব্যথা অনুভব হয় । এটি হচ্ছে কিডনি রোগের একটি লক্ষণ ।

 প্রস্রাব লাল হয়ে যাওয়াঃ  

 প্রস্রাব লাল হয়  এটি কিডনির রোগের একটি লক্ষণ। এটি একটি কারণ হতে পারে ।  অনেক সময়  দেখা  যায় যে প্রস্রাবের রং পরিবর্তন হয় লাল হয়ে গেছে । যদি প্রসাবের রং পরিবর্তন হয়নি রূপান্তর হয় তাহলে বুঝবেন যে আপনার কিডনিতে একটু হলেও সমস্যা আছে ।  তাই অলসতা না করে সাথে সাথে ডাক্তারের পরামর্শ দরকার । 

ঘন ঘন প্রস্রাবঃ

একটি মানুষ দৈনিক প্রস্রাব করবে কমপক্ষে তিন থেকে চার বার, বড়জোর পাঁচবার ।  এর থেকে যদি বেশি করে তাহলে বুঝবেন যে সেই মানুষটি ঘন  প্রস্রাব সমস্যা রয়েছে।  একটি মারাত্মক  সমস্যা অধিক পরিমাণ প্রসাব করলে শরীর থেকে বিভিন্ন পদার্থ  গুলো প্রস্রাবের মাধ্যমে  বের হয়ে যায় । অধিক পরিমাণে প্রস্রাব করলে দেখবেন শরীর ধীরে ধীরে ভেঙ্গে পড়েছে ।  এটিও একটি লক্ষণ কিডনি রোগের । 

প্রস্রাবের গন্ধঃ

  আমরা প্রসব করতেকিডনি রোগের সকল লক্ষন ও প্রতিকার গুলো দেখে নিন। Symptoms and treatment of kidney disease in Bangli 2022 গেলে দেখি অনেক সময় প্রসাবে গন্ধ আসে ।  এটি কেন হয় আপনারা কখনো কি চিন্তা করেছেন?  এটিও কিডনি রোগের লক্ষণ ।  কিন্তু  আমরা না বুঝে আলোসতা দিয়ে থাকি । আমরা ভাবি যে হয়তো বা অনেকক্ষণ ধরে প্রসাব না করার কারণে গন্ধ আসতেছে ।  কিন্তু এটি মূলত কিডনির সমস্যার কারণে এই  গন্ধ আসতেছে । কিডনি সঠিকভাবে আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলো কে ছাকুনি  ভালো করে দিতে না পারায় গন্ধ  প্রস্রাবের মাধ্যমে বের হয়ে আসে । 

কিডনি রোগের সকল লক্ষন ও প্রতিকার গুলো দেখে নিন। Symptoms and treatment of kidney disease in Bangli 2022

কোমরের দুপাশে ও পেটে ব্যথাঃ

যখন আমাদের কোমরের ব্যথা হয় তখন আমরা মনে করি হয়তো বা ক্যালসিয়ামের প্রবলেম হতে পারে ।  আর যখন পেটের মধ্যে ব্যথা শুরু হয় তখন মনে করে হতে পারে গ্যাসের ব্যথা হতে পারে ।  হ্যাঁ!  অনেক সময় এগুলোর কারণ হতে পারে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটি ক্যালসিয়াম এর প্রবলেম এবং কোনটি গ্যাসের ব্যথা । 

তা না হলে আপনাকে চরম দুর্দশায়   পড়তে হবে ।  এটি একটি লক্ষণ । আপনি কিভাবে বুঝবেন যে এটি কিডনির ব্যথা ।  আপনার যদি ক্যালসিয়ামের সমস্যা থাকে তাহলে মেরুদন্ড বরাবর ব্যথা করতে পারে ।  আর যদি কিডনি সমস্যা হয় তাহলে মেরুদন্ড দুপাশে ব্যথা করতে পারে  কিডনির স্থান অনুযায়ী । 

মুখ ফুলে যাওয়াঃ

 এটি খুব সহজ ভাবে বুঝতে  পারা যায় যে মুখ  ফুলে যাওয়ার কারণ কি কি হতে পারে?  বিভিন্ন সমস্যার কারণে মুখ খুলে যেতে পারে ।  কিন্তু তাই বলে যে কিডনি সমস্যার কারণে ফুলে গেছে তা নয় ।  উপরের সমস্যা গুলো যদি আপনার থেকে থাকে আর যদি তার সাথেই আপনার মুখ ফুলে যায় তাহলে আপনার সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খেতে পারেন । 

 কিডনি রোগের প্রতিকারঃ 

যে সকল খাদ্য খেলে আপনার কিডনি  রোগের সমস্যাগুলো দূর হতে পারে ।  এছাড়া আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন । 

 আসুন এবার দেখে নেয়া যাক কি কি খাদ্য খেলে কিডনি রোগের সমস্যাগুলো দূর হয় ।

১ ।  প্রচুর পরিমাণে পানি পান করতে হবে । 

২। নিয়মিত ব্যায়াম করতে হবে । 

৩। ৪০ বছর বয়সী কম মানুষদের নুন এর পরিমান কমিয়ে দিতে হবে ।

৪।  যদি ডায়াবেটিস ও রক্তচাপ থাকে তাহলে নিয়ন্ত্রণে রাখতে হবে । 

৫। সকল নেশা জাতীয় খাদ্য থেকে বিরত থাকতে হবে । 

৬ ।  পচা বাসি ভাত খাওয়া থেকে বিরত থাকতে হবে । 

৭ । কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *