Skip to content
Home » কিছু মানুষের থেকে দূরে থাকা ভালো | যেসব মানুষ থেকে দূরে থাকবেন

কিছু মানুষের থেকে দূরে থাকা ভালো | যেসব মানুষ থেকে দূরে থাকবেন

কিছু মানুষের থেকে দূরে থাকা ভালো | যেসব মানুষ থেকে দূরে থাকবেন

ভালো আর মন্দ নিয়েই আমাদের পৃথিবী তেমনি পৃথিবীতে রয়েছে নানান ধরনের মানুষ । একেকজন মানুষের চেহারা যেমন একেক রকম তেমনি একজন মানুষের মনের ভিতরে রং একেক রকম । মানুষের সাথে না মিশলে কখনো মানুষ চেনা যায় না । সত্যি কথা বলতে পৃথিবীতে সবাই স্বার্থপর । নিজ নিজ স্বার্থ নিয়ে সবাই ব্যতিব্যস্ত । সবাই সবাইকে ঠকিয়ে  বড় হতে চায় এর মধ্যে কেউ সফল হয় কেউ হয় না । তবে সমাজে কিছু  নিচু স্বভাবের লোক থাকে  তারা আপনার সাথে মিশে আপনার সকল তথ্য জেনে নিবে এবং পরবর্তীতে আপনার সাথে কোন প্রকার ঝগড়া-বিবাদে লিপ্ত হলে তা আবার অন্যকে বলে বেড়াবে ।

এরা হচ্ছে সমাজের এক প্রকার সুবিধা  বাদী মানুষ । যাদের কোনো প্রকার কাজ নেই তাদের একমাত্র কাজ হচ্ছে মানুষের সমালোচনা করা । আর সময়ের সাথে সাথে নিজের রূপ বেরিয়ে আসে এসব মানুষের তারা কারও সাথে দীর্ঘদিন ধরে মিল দিয়ে চলতে পারে না । কারণ তাদের স্বভাবটা যে  এমনই ।  তাদের স্বার্থ হাসিল হলেই তারা সম্পর্ক পাল্টিয়ে ফেলে । এ প্রকৃতির মানুষ থেকে  দূরে থাকাই ভালো । কারণ এরা বন্ধু হয়ে পাশে আসবে আর সর্প হয়ে দংশন দিয়ে আপনার থেকে দূরে চলে যাবে । এরা সমাজে মানুষ খেকো অজগর সাপ ।

এই প্রকৃতির মানুষের সাথে  না মেশাই ভালো । কারন এরা কোন দিন আপনার ভালো করবে না বরঞ্চ আপনার খারাপ করার জন্য উঠেপড়ে লাগবে ।শুধু আপনার সাথে মুখের মিল দিয়েই চলবে কখনো এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হয় না । এরকম সমালোচনাকারী ব্যক্তি কখনোই আল্লাহর কাছে প্রিয় হতে পারে না । তবে এরা এক সময় না এক সময় বিপদে পড়ে সেদিন আর এদের পাশে কেউ থাকেনা ।

তাই এরকম সুবিধাবাদী মানুষ থেকে আপনারা সবাই দূরে থাকবেন । কারণ প্রত্যেকটি সমাজেই এরকম মানুষ রয়েছে যারা বুদ্ধিমান তারা অল্পতেই মানুষ চিনতে পারবেন । তাই আপনারা যারা  যেসব মানুষ থেকে দূরে থাকতে হবে এ সম্পর্কে জানতে এসেছেন তারা আমাদের পোস্টের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবেন ।

 যেসব মানুষ থেকে দূরে থাকবেন

  1. সেসব মানুষ থেকেই দূরে থাকবেন যারা অন্যের কথা আপনাকে এসে বলে, কারণ এরাই আবার আপনার কথা অন্যকে গিয়ে বলে ।
  2. যারা সব সময় নিজের কথা চিন্তা করে এ সকল মানুষ থেকে দূরে থাকবেন ।
  3. যারা গরীব মানুষকে অবহেলা করে এ ধরনের মানুষ থেকে দূরে থাকবেন ।
  4. যাদের মনে হিংসা আছে এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন ।
  5. যাদের কথা বলার সময়  সেন্স ঠিক থাকেনা এ সকল মানুষ থেকে দূরে থাকবে ।
  6. যারা সুখের সময় পাশে থাকে এ সকল মানুষ থেকে দূরে থাকবেন ।
  7. যেসব মানুষ মানুষের অনুভূতি নিয়ে খেলা করে এদের থেকে দূরে থাকবেন ।
  8. যেসব মানুষ আপনাকে দ্বারা তার চাহিদা মেটানোর চেষ্টা করে সেসব মানুষ থেকে দূরে থাকবেন ।
  9. স্বার্থপর প্রকৃতির মানুষ থেকে দূরে থাকবেন ।
  10. মিথ্যাবাদী মানুষের থেকে দূরে থাকবেন,  কারণ এরা আপনার নামে মিথ্যা কথা বলে বেড়াবে ।
  11. যারা টাকার কারণে সম্পর্ক নষ্ট করে তাদের থেকে দূরে  থাকবেন, তাদের সাথে কোন প্রকার লেনদেন করবেন না ।
  12. যারা আপনার দুঃখের সময় আপনাকে খোটা দিয়ে কথা বলবে  এই প্রকৃতির মানুষ থেকে দূরে থাকবেন ।
  13. আপনার টাকা হলেই যারা আপনার খোঁজখবর নিবে এ সকল মানুষ থেকে দূরে থাকবেন ।

 সর্বশেষ কথা,

         আমি আমার পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আপনারা যে সকল মানুষ থেকে দূরে থাকবেন সে সকল মানুষের কথা । এই ধরনের মানুষদের থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে জীবনে কখনো আপনাকে  ঠকতে হবে না। কারণ এরা কখনোই আপনার আপন ছিল না স্বার্থের প্রয়োজনে এ আপনার পাশে এসে দাঁড়িয়েছে পাশে থেকেছে  স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে লাথি মেরে ফেলে দিবে আর উঠতে পারবেন না । আফসোস করে আর কোনো লাভ হবে না । তাই সময় থাকতে সাবধান মানুষ চিনতে শিখুন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন ভালো মানুষের সাথে মিশুন ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *