Skip to content
Home » ওমিক্রন বা অমিক্রন (omicron virus) ভ্যারিয়েন্ট ভাইরাসের লক্ষন-পরামর্শ-করণীয়-টিকা-2022

ওমিক্রন বা অমিক্রন (omicron virus) ভ্যারিয়েন্ট ভাইরাসের লক্ষন-পরামর্শ-করণীয়-টিকা-2022

  • by
ওমিক্রন (omicron virus) ভ্যারিয়েন্ট ভাইরাসের লক্ষন-পরামর্শ-করণীয়-টিকা-2022

ওমিক্রন ভাইরাস

 ভাইরাসের প্রাদুর্ভাবে যখন সারা বিশ্ব আক্রান্ত ঠিক তখনি আরেকটি নতুন ভাইরাসের আমদানি হল । যার নাম হচ্ছে[ ওমিক্রন বা অমিক্রন ভাইরাস ] Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) B11529  । তবে অনেক বিশেষজ্ঞরা বলছেন, যে এটি করোনাভাইরাস এর একটি হচ্ছে ওমিক্রন ।  আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওমিক্রন (omicron virus) ভ্যারিয়েন্ট ভাইরাসের লক্ষন-পরামর্শ-করণীয়-টিকা-2022

ওমিক্রন (omicron virus) ভ্যারিয়েন্ট ভাইরাসের লক্ষন-পরামর্শ-করণীয়-টিকা-2022

 

 বর্তমানে সারাবিশ্বে মোট কয়টি দেশে এই ওমিক্রন ভাইরাস ছড়িয়ে পড়েছে ।যেসব দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, বসহানা ,  হংকং,  ব্রিটেন , বেলজিয়াম অন্যান্য দেশে । সাউথ আফ্রিকার ক্যাপটাউন  থেকে শুরু করে অন্যান্য শহর থেকে যে বিমানগুলো আসতেছে সেই বিমানের যাত্রীদের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে । বিমানের যাত্রী গুলোর মধ্যে ৬০ থেকে ৭০ জনের শরীরে এই ওমিক্রন  ভাইরাস দেখা দিয়েছে । 

 

ওমিক্রন ভাইরাস এর লক্ষণ/ধারনাঃ

 

সারা বিশ্বের বিশেষজ্ঞরা বলছেন যে,  বিশেষ করে এই রোগটি শিশুদের বেশি আক্রান্ত করছে । ওমিক্রন  ভাইরাস ৫ থেকে ৬ বছর বয়সী শিশুদের আক্রান্তের সংখ্যা অনেক বেশি ।  বেশিরভাগ শিশুরাই  এই ওমিক্রন ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি । ওমিক্রন ভাইরাসেরলক্ষণগুলো হচ্ছে,জ্বর,পেটে ব্যাথা, ডাইরিয়া , বমি , ঘার ব্যাথা, শ্রীরে র‍্যশ, চোখ লাল হয়ে যাওয়া,শ্বাস প্রশাসের সমস্যা,বুকে চাপ অনুভব করা , জেগে থাকতে কষ্ট হাওয়া , ঠোঁট  ও মুখ নীলাভ হয়ে যাওয়া,ইত্যাদি ।  রোগটি করোনাভাইরাস এর সাথে সম্পর্কিত । করনা ভাইরাস আক্রান্ত  রোগীদের কাছ থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা । 

 

বাংলাদেশে ওমিক্রন ভাইরাসঃ

করোনাভাইরাস সম্পর্কিত  আরেকটি রোগের নাম (Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) B11529 (ওমিক্রন ভাইরাস)  ।  ব্রিটেন ও আমেরিকার পর  বাংলাদেশেও এই ওমিক্রন ভাইরাস  দেখা দিয়েছে । বাংলাদেশের দুই শিশুর শরীরে দেখা গিয়েছে  ওমিক্রন ভাইরাসের লক্ষণটি ।  রোগটি সব বয়সী মানুষের জন্য সংক্রমিত হলেও এই রোগটি বিশেষ করে  টার্গেট শিশুদের । তাই বিশেষজ্ঞরা বিশেষভাবে পরামর্শ দিচ্ছে যে,  শিশুদের সব সময় দেখাশুনা করা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা । ওমিক্রন ভাইরাসের লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বিশেষভাবে বলেছেন তারা । 

আমাদের আরও পোষ্ট পড়তে ক্লিক করুন

১। জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি-Jomir khotiyan 2022

২। প্রকৃত/গেজটভুক্ত/ যাচাই বাছাই নতুন মুক্তিযোদ্ধাদের তালিকা-Freedom Fighter list 2022

৩। অরিজিনাল ভিটমেট কিভাবে ডাউনলোড করব/নিয়ম/পদ্ধতি

 

ওমিক্রন (omicron virus) ভ্যারিয়েন্ট ভাইরাসের লক্ষন-পরামর্শ-করণীয়-টিকা-2022

 

 

 

 

 

ওমিক্রন ভাইরাসের করণীয়ঃ

করোনাভাইরাস ( COVID-19) এর একটি ভ্যারিয়েন্ট হচ্ছে ওমিক্রন । সারাবিশ্বের বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে ৫  থেকে ৬ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে  । তাই শিশুদের সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা ।  তারা আরও বলেছেন যেন করোনাভাইরাস  ( COVID-19) এ রোগে আক্রান্ত যে সকল রোগী সুস্থ হয়েছেন, সেই  সকল রোগীর কাছ থেকে দূরে রাখতে । তারা সবসময় যেন স্যানিটাইজার ব্যবহার করে এবং মাক্স পরিধান করে ।  এবং বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে বলেছেন, যেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় । 

ওমিক্রন ভাইরাসের পরামর্শঃ

যদি ওমিক্রন ভাইরাসের লক্ষন দেখা তাহলে সাথে সাথে ডাক্টারের সাথে পরামর্শ নিন । আর বেশি বেশি করে পুষ্টিকর খাবার খান । যে সকল খাবার খেলে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় সেসকল খাবার খান । আর করোনাভাইরাস ( COVID-19) এর যে সকল টিকা দিচ্ছে সে সকল টিকা দিন । আর সারা বিশ্বের বিশেষজ্ঞরা গবেষনা  করে এর টিকা অতি তারা তারি বের করবে, ১ থেকে ২ টি দেশ ইতি মধ্যে টিকা বের করেছে । 

ওমিক্রন ভাইরাস অতি দ্রুত ছড়িয়ে পডেছে । বিশেষ করে বিদেশ গামি বিমানের পর্যটক এর মাধ্যেমে ছড়িয়ে পড়ছে । তাই সব ধরনের আকাশ গামী যাতায়াত বন্ধের ঘোষণা দিয়েছেন জার্মানির সরকার । আর বাংলাদেশের সকল নাগরিকদের সব সময় সচেতন থাকতে হবে যেন ঊপরের যে সকল লক্ষন তার মধ্যে একটিও দেখা দিয়ে যেন অতি দ্রুত ডাক্টারের পরামর্শ নেয় । 

পরিশেষেঃ

ওমিক্রন ভাইরাস থেকে পরিত্রাণ পেতে আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে । যে কোন লক্ষন দেখা দিলেই যেন আমরা আগে ডাক্টারের পরামর্শ নেই । করোনাভাইরাস ( COVID-19) এর প্রাদুর্ভাবে যে নতুন ভাইরাস টি আমাদের দেশে দেখা দিয়েছে এটি আমাদের শরীরে আসার আগেই যেন আমাদের যা যা করা দরকার আমরা যেন করতে পারি । কারন আমরা চাই না যেন আমাদের জন্য অন্য কেউ ক্ষতি গ্রস্থ না হয় । 

ওমিক্রন  ভাইরাস সম্পর্কে আরো জানতে ক্লিক করুন

 

 

বিশেষ দ্রষ্টব্যঃ

করোনাভাইরাস ( COVID-19) এর  প্রাদুর্ভাবে (Multisystem Inflammatory Syndrome in Children (MIS-C) B11529 (ওমিক্রন ভাইরাস) এর সৃষ্টি হয়েছে ।  ভাইরাস সংক্রান্ত উপরের লক্ষণ অনুযায়ী একটি লক্ষণ দেখা দিলে উপরের নির্দেশনা গুলো মেনে চলার অনুরোধ করা হল ।  আর আমাদের পেজে আসার জন্য আপনাকে স্বাগতম ।  আপনি যদি আমাদের অন্যান্য পোস্টগুলো করতে চান তাহলে উপরের লিংকে ক্লিক করে আমাদের পোস্টগুলো পড়ার জন্য অনুরোধ করা হলো । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *