Skip to content
Home » এসএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখার নিয়ম 2022

এসএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখার নিয়ম 2022

এসএসসি রেজাল্ট মার্কশিট সহ

এসএসসি পরীক্ষা 2022 ফলাফল | 2022 সালের এসএসসি পরীক্ষার ফলাফল মার্কশিট সহ । হ্যালো ভিউয়ার্স আশা করি ভাল আছেন আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের মার্কশিট সহ রেজাল্ট কিভাবে দেখবেন সেই নিয়ম তুলে ধরবো । করণা মহামারীর কারণে 2020 এবং 2021 সালে পরীক্ষা স্থগিত এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অটো পাস দেওয়া হয় । কিন্তু ভ্যাকসিন এর কারণে  করণা কিছুটা কমায় এবারের 2022 সালের এসএসসি পরীক্ষা সীমিত পরিসরে নেওয়া হয় । তাই আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং  মার্কশিট সহ কিভাবে রেজাল্ট দেখবেন এ বিষয়ে  জানার জন্য সার্চ করে থাকেন । তাই তাদের কথা চিন্তা করে আপনি আমি আমার এই পোস্টটি সাজিয়েছি ।

আজকে আমি আমার পোস্টের মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে 2022 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ দেখবেন সে সম্পর্কে । কারণ অনেকের জানার ইচ্ছে থাকে সে কোন বিষয়ে কত মার্ক পেয়েছে বা কত গ্রেড পেয়েছে সে সম্পর্কে এ কারণেই তারা মার্কসহ রেজাল্ট দেখার চেষ্টা করে । কিন্তু অনেকেই আছেন যারা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারেনা তাই তাদের কথা চিন্তা করে আজকে আমরা আমাদের এই পোস্টটি সাজিয়েছি আশা করছি আপনারা আমাদের এই বুটকি থেকে উপকৃত হতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক কিভাবে আপনারা  মার্কশিট সহ রেজাল্ট বের করবেন ।

এসএসসি রেজাল্ট 2022 কবে

আপনি কি 2022 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট  কবে সে বিষয়ে দেখার জন্য  এসেছেন  । তাহলে আমাদের আজকের এই  পোস্টে আপনাকে স্বাগতম  ।করোনার কারণে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত লেখাপড়া করতে পারিনি  । সে কারণে শিক্ষা বোর্ড থেকে তাদের সীমিত পরিসরে এসএসসি পরীক্ষার ব্যবস্থা করা হয়  । এ কারণে তাদেরকে শট সিলেবাস দেওয়া হয় এবং সেই সিলেবাস অনুযায়ী তাদের পরীক্ষা নেওয়া হয়  । ইতিমধ্যে সে পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে কিন্তু কবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে সে বিষয়ে জানার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছে । তাই এখন আমি আপনাদের জানিয়ে দেবো কত তারিখে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে সে সম্পর্কে  ।

30 শে ডিসেম্বর 2022 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট  দেওয়া হবে

2022 সালের এসএসসি রেজাল্ট

এখন আমি আপনাদের জানিয়ে দেবো 2022 সালের এসএসসি পরীক্ষা কখন শুরু হয় এবং কবে রেজাল্ট দিবে সে সম্পর্কে । আর কিভাবে আপনি মার্কশিট সহ আপনার রেজাল্ট বের করবেন সে সম্পর্কে আপনারা আমাদের পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক 2022 সালের এসএসসি পরীক্ষার সময়সূচী এবং রেজাল্ট দেওয়ার সময় সম্পর্কে ।

  1. পরীক্ষার নাম  এসএসসি পরীক্ষা
  2. পরীক্ষা শুরু হয় 15 ই অক্টোবর
  3.  পরীক্ষার সাল 2022
  4. পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে 30 শে ডিসেম্বর

এসএসসি পরীক্ষার ফলাফলের রেজাল্ট কিভাবে দেখব

আশা করছি আগামী 30 ডিসেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে । তাই আপনারা অনেকেই কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন সে বিষয়ে চিন্তিত । তাই এ বিষয়ে আমি আমার ওয়েবসাইটে একটি পোস্ট করেছি আপনারা কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল বের করবেন ।আপনি যদি এসএসসি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান তাহলে প্রথমেই আপনাকে Examination সিলেক্ট করতে হবে এটি দিতে হবে এসএসসি, তারপর সিলেক্ট করতে হবে year,এরপর board,roll,regএবং কেয়াcaptch  দিয়ে সাবমিট করতে হবে  । বা এসএমএস এর মাধ্যমে আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন সে জন্য প্রথমে আপনাকে লিখতে হবে SSC<space>DHA <space>Your SSC Roll<space> 2021 ।পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বার  ।এভাবেই আপনি এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন  ।

অনলাইনে কিভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবেন

আপনারা কিভাবে অনলাইনে মার্কশিট সহ রেজাল্ট দেখবেন সে সম্পর্কে এখন আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো । অনলাইনে যে সকল ওয়েবসাইটে রেজাল্ট দেখা না হয় সে সফল ওয়েবসাইটের নাম আমি আপনাদের সামনে তুলে ধরব । আপনারা এসকল ওয়েবসাইটে  মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন । তাহলে আসুন আপনারা জেনে নিন রেজাল্ট দেখার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ।

http://www.educationboardresults.gov.bd/

অনলাইনে কিভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবেন

অনলাইনে কিভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবেন

  1. প্রথমেই Examination এর জায়গায় এইচএসসি আলিম সিলেক্ট করুন
  2. বছর সিলেক্ট করুন (২০২১)
  3. পরীক্ষার বোর্ড নাম সিলেক্ট করুন
  4. এইচএসসি রোল নাম্বার লিখুন
  5. এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন লিখুন
  6. শেষে একটি ক্যাপচা পুরন করে সাবমিট বাটনে ক্লিক করুন
  7. সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে

সকল বোর্ডের শর্ট নামের তালিকা

এখন আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের সকল বোর্ডের শট নামের তালিকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো । কারণ আপনি যদি এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে চান অবশ্যই আপনাকে আপনার বোর্ডের শট নেন দিতে হবে অথবা আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে চান দেখবেন সেখানে আপনার বোর্ডের নাম দেখাবে  । এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার বোর্ডের  শর্ট নাম আপনাকে জানতে হবে না হলে আপনি সঠিকভাবে রেজাল্ট বের করতে পারবেন না  । সেক্ষেত্রে শট নেন যারা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ  । তাহলে আসুন জেনে নেয়া যাক সকল বোর্ডের শর্ট নামের তালিকা সমূহ সম্পর্কে  ।

  1. Comilla Board = COM
  2. Chittagong Board = CHI
  3. Mymensingh Board = MAM
  4. Dinajpur Board = DIN
  5. Jessore Board = JES
  6. Dhaka Board = DHA
  7. Rajshahi Board = RAJ
  8. Barishal Board = BAR
  9. Sylhet Board = SYL
  10. Madrasah Board = MAD
  11. Tecnical Board = TEC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *