আজকে আমরা দেখে নেবো এশার নামাজ কয় রাকাত ও কি কি ?প্রত্যেকটি মুসলমানের জানা উচিত যে আমাদের যে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম কানুন গুলো সেগুলো মনে রাখা জরুরী । অনেকেই নামাজ পড়তে গিয়ে ভুলে যায় যে এখনতো এশার নামাজ কয় রাকাত পড়তে হবে সেটা জানা নেই । তাই আজকে সে সকল মানুষদের জন্য আজকের এই পোস্টটি । তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক এশার নামাজ কয় রাকাত ও কি কি ?
এশার নামাজ কয় রাকাত ?
আমরা অনেকেই জানি না যে এশার নামাজ কয় রাকাত । আর এটাও জানি না যে কোন রাকাতের পর কোন টাকা আসে । সুন্নত কখন পড়তে হয় খরচ কখন পড়তে হয় এবং কখন পড়তে সেটা আমাদের জানা নেই । তাই আজকে সেই সকল ভাইদের জানার জন্য আমাদের এই ছোট্ট পোস্টটি । অনেকেই দেখা যায় যে কেউ ৯ রাকাত আবার কেউ ১৫ রাকাত, আবার দেখা যায় যে কেউ কেউ ১৭ রাকাত ও পড়ে থাকে । এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কোন নামাজ গুলো সঠিক? আসলে সবগুলোই ঠিক আছে যত বেশি নামাজ পরবেন ততই আপনার জন্য ভালো । তবে বেশিরভাগ ক্ষেত্রেই বড় বড় ইমামেরা ১৭ রাকাতের বেশি পড়তেন । তাই আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশি বেশি করে নামাজ পড়ার চেষ্টা করবেন । এখন আমরা দেখব এশার নামাজ কি কি ? ।
এশার রাকাত কি কি ?
এটা একটি জরুরী সবার জানা দরকার । নামাজ পড়তে গেলে আগে কোন রাকাত পড়বো কিভাবে পড়বো এটি একটি চিন্তার বিষয় । আজকে আমরা আলোচনা করব ১৭ রাকাত এশার নামাজ নিয়ে । ১৭ রাকাতের মধ্যে কোনগুলো খরচ এবং কোনগুলো সুন্নত এবং কোনগুলো নফল এবং কোন রাকাত এর পরে কোন রাকাত পড়তে হবে সে সকল বিষয় নিয়ে । এশার নামাজ এর রাকাত গুলো কি কি ?
১ । প্রথম অবস্থায় চার রাকাত সুন্নত নামাজ পড়তে হবে ।
২ । এরপর চার রাকাত ফরজ নামাজ ।
৩ । এরপর দুই রাকাত সুন্নত নামাজ ।
৪ । তারপর দুই রাকাত নফল নামাজ ।
৫ । তারপরে ৩ রাকাত বিতরের নামাজ নিয়ম ।
৬ । এরপর দুই রাকাত নফল নামাজ ।
তাহলে এখন বুঝতে পারছেন যে ১৭ রাকাত নামাজ কিভাবে পড়বেন । কোন নামাজের পর কোন নামাজ পড়তে হবে এটার এখন আপনাদের কারো কাছ থেকে শেখা লাগবে না নিজে নিজেই পড়তে পারবে । যদি আপনার সমস্যার কারণে আপনি বাড়িতে নামাজ পড়েন তাহলে উপরের চার্ট অনুযায়ী পড়তে পারবেন । আর যদি না দিতে পারেন তাহলে একই নিয়মে । শুধু এখানে ফরজ নামাজ টি ইমামের পিছনে পড়তে হবে ।