Skip to content
Home » এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয় ? -আমাশয় ওষুধের নাম কি?-Best Info

এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয় ? -আমাশয় ওষুধের নাম কি?-Best Info

পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে আমাশয় সময়ের সাথে পরিচিত নেই  । আজকে আমরা আলোচনা করব এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয় ?।  আমাশয় কত প্রকার ও কি কি ? আমাশয় হলে কোন কোন ওষুধ গুলো সেবন করা উচিত । মূলত এমিবিক আমাশয়  সৃষ্টি হয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে । তাই আসুন আর বেশি কিছু আলোচনা না করে নিচের দিকে যাওয়া যাক । 

এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়ঃ

আমাশয় রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে যথা , – এমিবিক আমাশয় , ও ব্যাসিলারি । আমাশয় হলো এক ধরনের জীবাণুঘটিত ব্যাকটেরিয়া যা  এককোষী প্রাণী এন্টামিবা হিস্টোলিটিকা (Entamoeba-Histolytica ) প্রটোজোয়ান নামক জীব থেকে হয়ে থাকে । এন্টামিবার দেহ জেলির ন্যায় ।  তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণ নিজেদের ঢেকে রাখে ।  এ অবস্থায় একে সিস্ট বলে । এন্টা্মিবা কোষ অণুজীব (স্পোর) সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার করে ।  স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষ বহু খন্ডে বিভক্ত হয় ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব গঠন করে । অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা  হিসাবে বড় হয় । 

এরপর ব্যাসিলারি আমাশয় । এটি একটি ভাইরাসের কারণে হয়ে থাকে যার নাম হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া । \

এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয় ? -আমাশয় ওষুধের নাম কি?-Best Info

=> আরও পড়ুন

 এন্টামিবা জনিত রোগঃ 

  রোগী রোগজীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে । এন্টামিবাএক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী ।  আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন ।  উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে সেরে যায় । 

আমাশয় রোগের ঔষধের নাম:

 আমাশয়  এটি একটি অতি পরিচিত রোগ ।  এটি একটি ভাইরাসজনিত রোগ ।  বিভিন্ন  ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রোগ সৃষ্টি হয় । যখন একজন ব্যক্তির শরীরে আমাশয় দেখা যায় তখন জিনিস সেই ব্যক্তি সুচিকিৎসা না করায় তাহলে দেখা যায় যে এই আমাশয় একদিনের মধ্যে শরীরকে অনেক দুর্বল করে ফেলে । তাই সঠিক সময়ে একজন ভাল অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ওষুধ খেতে পারেন।  এছাড়া যদি আপনার সমস্যা হয় তাহলে নিচে একটি অতিপরিচিত ওষুধের নাম দেয়া হবে খেলে  শতভাগ কাজ করবে । আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশে  (এমোডিস) Amodis (400 mg ) । এমোডিস হচ্ছে একটি এন্টিবায়োটিক ট্যাবলেট যা বিভিন্ন পেটের  সমস্যা দূর করে । এন্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই গ্যাস বা এসিডিটি ট্যাবলেট খেতে হবে কম করে হলেও ২০ মিনিট আগে । 

এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয় ? -আমাশয় ওষুধের নাম কি?-Best Info

=>আরও জানতে ক্লিক করুন

আমাশয় রোগের ওষুধ খাবার নিয়মঃ

 (এমোডিস) Amodis (400 mg ) এটি একটি এন্টিবায়োটিক ট্যাবলেট ।  এর আগে অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেতে হবে । অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই এন্টিবায়োটিক ট্যাবলেট এর সাথে গ্যাসের ট্যাবলেট খায়না । অতিথি এন্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ট্যাবলেট খাওয়া উচিত তা না হলে পাকস্থলীতে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে । মূলত আমাশয় খাওয়ার আগে পেটে গ্যাস সৃষ্টি হয় ।  তাই গ্যাসের ট্যাবলেট খাওয়া অতি জরুরী । আমাশয় হলে দিনে ১ টি করে ট্যাবলেট সেবন করা উচিত ।  আমাশয় অতিরিক্ত হলে ২ করে  খেতে  পারে । তবে এক সাথে নয় ৬-৭ ঘন্টা পর । এছাড়া অভিজ্ঞ ডাক্তার পরামর্শ  নিয়ে খেতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *