বাংলাদেশের সকল জনসাধারণ ও কর্মব্যস্ত মানুষের জন্য অনেক আগে থেকেই উবার চালু করা হয়েছে । অনেক সময় জরুরী কাজের জন্য গাড়ি পাওয়া যায় না । তাই আপনি উবারের মাধ্যমে মাইক্রোবাস বা মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন । এই সার্ভিসটি বাংলাদেশ অনেক আগে সার্চ করা হয়েছে কিন্তু সেটি ঢাকার মধ্যে বিস্তৃত ছিল । এখন ঢাকাতে বাদে অন্যান্য শহর গুলোতে উবার চালু করা হয়েছে । তাই চলুন দেখে নেয়া যাক উবারের কি কি সুবিধা রয়েছে?
Table of Contents
উবার কি?
উবার হচ্ছে একটি অ্যাপস এর নাম । যে অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার ভ্রমণটি করতে চান, সেটা হোক মোটরসাইকেল মাইক্রোবাস অথবা টেক্সি । উবের অ্যাপস এর নিজস্ব কোন পরিবাহী গাড়ি নেই । উবার হচ্ছে আমেরিকান অনলাইন ভিত্তিক পরিবহন নেটওয়ার্ক কোম্পানি ।
১। বাংলাদেশেও বৈদুতিক গাড়ির কারখানা তৈরি হচ্ছে । Electricity car come in Bangladesh 2022 .
২। পালসার ডাবল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ-Palsure Double Disk price in Bangladesh 2022
উবার ট্যাক্সি ভাড়াঃ
আপনি যদি উবের এ ভাড়া সম্পর্কে জানতে চান তাহলে মিনিট প্রতি ৩ টাকা করে দিতে হবে । আপনি যদি দীর্ঘ পথ যেতে চান তাহলে ২ ঘন্টা ও ২০ কিলো দূরত্বের জন্য আপনাকে ৮৯৯ দিতে হবে । এছাড়া বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে । আপনি সর্বোচ্চ ১০ ঘন্টা পর্যন্ত দূরত্ব সক্রিয় করার সুযোগ পাবেন । এছাড়াও সর্বনিম্ন দূরত্বের জন্য আলাদা আলাদা দাম দেওয়া আছে ।
উবার রেজিস্ট্রেশনঃ
আপনি যদি উপরি ড্রাইভার হিসেবে রেজিস্ট্রেশন করতে চান তাহলে কিভাবে করবেন? উবার ড্রাইভার হিসেবে রেজিস্ট্রেশন করতে চাইলে উপরের ওয়েবসাইটে সাইনআপ করতে হয় । এরপর রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে আপনার নাম, ইমেইল এড্রেস , শহর , দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । এছাড়াও আপনি ওভার অফিসে গিয়ে সরাসরি উবার রেজিস্ট্রেশন করতে পারবেন । আপনি যদি উবার অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে নিচের অফিসের ঠিকানা বলে দেওয়া হয়েছে সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ।
উবার কাস্টমার কেয়ার নাম্বার বাংলাদেশঃ
উবারের সকল সুযোগ সুবিধা ও নানা সমস্যার কারনে উবার কাস্টমার কেয়ার এর প্রয়োজন পড়ে । বিভিন্ন তথ্যের জন্য তাদের সাথে যোগাযোগ করার দরকার পড়ে । সেজন্য উপরের সকল গ্রাহকদের জন্য এবং সকল সুযোগ সুবিধা তথ্যের জন্য বাংলাদেশি উবের কাস্টমার কেয়ার নাম্বারের প্রয়োজন পড়ে । আজকে আমরা শেষ হল গ্রাহকদের সুবিধার জন্য মোবাইলের কাস্টমার কেয়ার নাম্বার গুলো নিচে দেওয়া হল-
- ফোন নাম্বার = +৮৮০৯৬০১ ৫০১৫০০০, +৮৮০২৮৩৩৩৬৮৫, ৮৩৩৩৬৮
উবার কাস্টমার কেয়ার নাম্বার জানতে সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
উবার অফিসের ঠিকানা:
আপনাদের যেকোনো প্রয়োজনীয় কাজে বাংলাদেশি উবার অফিসের ঠিকানা অনুযায়ী আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন । তাই নিচে ঢাকার মধ্যে সীমাবদ্ধ সকল উবার অফিসের ঠিকানা দেয়া হলো-
উত্তরা – (শুক্রবার বন্ধ)
36, সোনারগাঁও জনপথ রোড,
খাল পাড়, উত্তরা ১২ (ন্যাশনাল ব্যাংকের ভবন, ২য় তলা)
উত্তরা, ঢাকা – 1230
বনানী – (শুক্রবার, রবিবার বন্ধ)
WE কেয়ার সেন্টার, দোকান#35,
২য় তলা, বনানী সুপার মার্কেট
বনানী, ঢাকা – ১২১৩
মিরপুর – (শুক্রবার, রবিবার বন্ধ)
শার্ডার টেলিকম মিরপুর শপিং কমপ্লেক্স,
দোকান নং 18-19, 5ম তলা
মিরপুর-২, ঢাকা-১২১৬
ধানমন্ডি – (শুক্রবার বন্ধ)
রবি শিবা, এএমএম কনভেনশন সেন্টার,
56/A, রোড: 3/A নিচতলা
ধানমন্ডি, ঢাকা – ১২০৯
গুলশান – (শুক্রবার বন্ধ)
রবি শেবা, উদয় টাওয়ার,
57 ও 57/A, উদয় টাওয়ার (নিচতলা)
গুলশান এভিনিউ, গুলশান-১,
ঢাকা-1212
পল্টন – (শুক্রবার বন্ধ)
রবি শিবা, র্যাংগস টাওয়ার,
নিচতলা (আজাদ পণ্যের বিপরীতে)
68 পুরানা পল্টন, ঢাকা-1000
যমুনা ফিউচার পার্ক – (বুধবার বন্ধ)
রবি লাউঞ্জ 4B-043 এবং 4C-034
লেভেল-৪, যমুনা ফিউচার পার্ক,
ঢাকা 1229