Skip to content
Home » আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক্স

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক্স

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক্স

হ্যালো ভিউয়ার্স আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির লিরিক্স তুলে ধরব । এই গানটি দ্বারা আসার জন্য শহীদ ব্যক্তিদের স্মরণ করা হয়েছে । যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের কথা আমরা কখনোই ভুলবো না তাইতো তাদের স্মৃতি স্মরণে অনেক ধরনের কবিতাও গান গাওয়া হয় । তার মধ্যে অন্যতম একটি গান হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি । এই গানটি প্রত্যেকটি ব্যক্তির মনে নাড়া দিয়ে যায় যা আমরা কখনোই ভুলবো না শহীদদের এই আত্মত্যাগের কথা । নিজের জীবনের কথা না ভেবে ভাষার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে অকাতরে । এই পৃথিবীর বুকে বাংলাদেশ নামক মানচিত্র থাকবে যতদিন, যমুনা, পদ্মা মেঘনা, ব্রহ্মপুত্র থাকবে যতদিন শহীদদের আত্মত্যাগের কথা মানুষের মনে গাতা থাকবে ততদিন ।

তাই তাদের আত্মত্যাগের কথা আমরা কখনোই ভুলবো না । তাইতো তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে সকলেই যায় তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ।আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে একুশে ফেব্রুয়ারির এই গানটি তুলে ধরবো এর কারণ অনেকেই শহীদ দিবসে এই গানটি গাওয়ার জন্য অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটির লিরিক্স তুলে ধরবো । তাহলে আসুন জেনে নেয়া যাক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক্স ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে

অনেকেই আছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই মহান গানটির রচয়িতা কে সে সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । তাই তাদের কথা চিন্তা করে আজকে আমি আমার পোষ্টের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের রচিয়তার কথা উল্লেখ করব । আপনারা যারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতার নাম জানতে চান তারা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ুন । আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা নাম জানতে পারবেন  ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে

অনেকেই আছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে সে সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন । কারণ এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা এ ধরনের প্রশ্ন mcq আকারে পরীক্ষায় এসে থাকে বা চাকরির পরীক্ষাতেও এই প্রশ্নের উত্তর এসে থাকে ।তাই আপনাদের যদি এই প্রশ্নের উত্তর জানা থাকে খুব সহজেই এই উত্তরটি দিতে পারবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের সুরকার কে ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক্স

এখন আমি আমার প্রশ্নের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির লিরিক্স তুলে ধরব । আপনারা যারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের লিরিক সম্পর্কে জানতে চান তারা আমাদের সম্পন্ন পোস্টটি পড়ুন । আশা করছি আপনারা আমাদের পোস্টের মাধ্যমে এই গানটির লিরিক্স সম্পূর্ণ পেয়ে যাবেন । তাহলে আসুন জেনে নেয়া যাক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির লিরিক্স ।

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি। ।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারী। ।
আমার সোনার দেশের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী। ।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো। ।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি। ।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি। ।

amar vaiyer rokte ranggano akuse february ganer lyrics

Amar Bhaier Rakta Rangano ekushe February
Ami ki bhulite pari.
Chelehara shoto mayer osru goraye February
Ami ki bhulite pari.
Amar Bhaier Rakta Rangano ekushe February
Ami ki bhulite pari..

Jago naginira jago kalboishakira
Shishu hottar bikkhube aaj kapuk bashundora
Desher sonar chele khun kore rokhe manusher dabi
Din bodoler krantilogne tabu tura paar pabi?
Na,Na, Na,Na khun ranga itihashe shesh ray dewa tari
ekushe February ekushe February..

Shedin o emni neel gogoner boshone shiter sheshe
Raat jaga chad chumo kheyechilo heshe;
Pothe pothe fute rajanigandha oloknonda jeno,
Emon shomoy jhar elo ek jhar elo khyapa buno..

Shei adharer poshuder mukh chena,
tahader tore mayer, boner, bhayer charam ghrina
Ora guli chore edesher prane desher dabike rukhe
Oder ghrinno podaghat ei shara banglar buke
Ora edesher noy,
Desher vaggyo ora kore bikroy
Ora manusher onno, bostro, shanti niyeche kari
ekushe February ekushe February..

Tumi aaj jago tumi aaj jago Ekushe February
Ajo jalimer karagare more bir chele bir nari
Amar shohid bhaier atma dake
Jago manusher shupta shakti hate mathe ghate bate
Darun krudher aagune abar jalbo February
ekushe February ekushe February..

সর্বশেষ কথা,

 আমি আমার পোষ্টের মাধ্যমে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সম্পূর্ণ তুলে ধরেছি । আশা করছি আপনারা আমাদের এই পোস্টটির মাধ্যমে উপকৃত হতে পারবেন । এ ধরনের আরো পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন । আমাদের ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *