Skip to content
Home » অন্ডকোষ ব্যাথার কারন কি?-অন্ডকোষ ব্যাথার ঘরোয়া চিকিৎসা ২০২২-Best Info

অন্ডকোষ ব্যাথার কারন কি?-অন্ডকোষ ব্যাথার ঘরোয়া চিকিৎসা ২০২২-Best Info

অন্ডকোষ ব্যাথার কারন কি?-অন্ডকোষ ব্যাথার ঘরোয়া চিকিৎসা ২০২২-Best Info

আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অন্ডকোষ ব্যাথার কারণ কি ? আসলে কি কি কারণে অণ্ডকোষ ব্যথা করে? অন্ডকোষ ব্যাথা করলে এর করনীয় কি ? আজকে এসকল বিষয় নিয়ে আলোচনা করব । অন্ডকোষ যখন ব্যথা করে তখন মনে হয় পৃথিবীর সব সুখ দূর হয়ে গেছে ।  এই ব্যাথা সরাসরি মাথার মস্তিষ্কের মধ্যে আঘাত করে এমন মনে হয় । তাই আসুন দেখে নেয়া যাক এই দশা থেকে মুক্তি পাওয়ার উপায় গুলো কি । 

 অন্ডকোষ ব্যথার কারণঃ

শুক্রাশয় কোন আঘাত বা সংক্রমণ অথবা টিউমার জনিত রোগের কারণে ব্যথা হতে পারে । অন্ডকোষ ব্যথার মূল কারণ হচ্ছে খেলাধুলা করা ।  বিভিন্ন খেলাধুলার মাধ্যমে অণ্ডকোষে আঘাত এর কারনে ব্যথা হয় । এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যার কারণে ব্যথা হতে পারে । ক্রিকেট হাডুডু কাবাডি ইত্যাদি এসকল খেলা  অন্ডকোষ এর জন্য অনেক ঝুঁকিপূর্ণ । তাই এ সকল খেলা খেলতে হলে অন্ডকোষ সুরক্ষার জন্য কিছু করতে হবে । এরপর অনেক টাইট বা চাপা প্যান্ট পরলে অন্ডকোষের ব্যথা হতে পারে ।  যদি এক ঘণ্টারও বেশি ব্যথা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে । 

অন্ডকোষ ব্যাথার কারন কি?-অন্ডকোষ ব্যাথার ঘরোয়া চিকিৎসা ২০২২-Best Info

=>আরও পড়ুন

অন্ডকোষ ব্যথার ঘরোয়া চিকিৎসাঃ

আপনি যদি আপনার অন্ডকোষের ব্যথায় জর্জরিত হয়ে পড়েছেন । তাহলে  আপনি যতক্ষণ না পর্যন্ত ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন  ততক্ষণ আপনি  ফ্রিজের একটি বরফের টুকরো নিয়ে আপনার  ব্যথা কৃত স্থানে উপশম করতে পারেন  । এতে করে আপনার ব্যাথা একটু হলেও কম হবে । এর পর তারাতারি আপনার সকল বিষয় ডাক্টারকে খুলে বলুন । সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দেবেন ।

অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণঃ

 অনেক ক্ষেত্রে দেখা যায় যে,অনেক কম বয়সী শিশুদের অন্ডকোষ ঝুলে গেছে ।  এটি কেন হয় ? কি কারণে হতে পারে? এই অন্ডকোষ ঝুলে যাওয়ার মূল দুটি কারণ রয়েছে ।  একটি হলো যদি অন্ডকোষ ঝুলে যায় তাহলে বুঝবেন যে হলে বুঝবেন যে  অন্ডকোষ এ কোন প্রকার আঘাত  পাওয়ায় এটি ঝুলি । আরেকটি কারণ হচ্ছে  আন্ডারওয়ার না পরার কারনে বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে এটি জুড়ে যায় ।  সঠিক ডাক্তারের পরামর্শ নিলে এটি আবার পুনরায় ঠিক করা সম্ভব । 

অন্ডকোষ ব্যাথার কারন কি?-অন্ডকোষ ব্যাথার ঘরোয়া চিকিৎসা ২০২২-Best Info

 

অন্ডকোষ ফুলে যাওয়ার কারণঃ

 অন্ডকোষ বিভিন্ন কারণে ফুলে যেতে পারে  যেমন ,  অন্ডকোষের ভিতরে যদি সংক্রমণ  আঘাত হানে সে কারণে ফুলে যেতে । আরেকটি হলো অন্ডকোষের ভিতরে আঘাত লাগার কারণে এটি ফুলে যেতে পারে ।  এটি বিশেষ করে ১৮ বছরের নিচের ছেলেদের বিশেষ করে হয়ে থাকে ।  তাই সব সময় গুরুত্বের সহিত সরাসরি করতে হবে । অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা বৃদ্ধ তাদের  অন্ডকোষ ফুলে  যায় । এই ফুলে যাওয়ার কারণ হচ্ছে  শিশুকালে হয়তোবা কোন কিছুর আঘাতে বা অন্ডকোষের কোষগুলো  সংকুচিত হওয়ার কারণে  রক্ত চলাচল বাধা হয় এই অন্ডকোষ ফুলে গেছে । তাই সব সময় সাবধানে চলাফেরা করবেন এবং অণ্ডকোষ এর দিকে খেয়াল রাখবেন ।  এর  যন্ত্রণা কিন্তু মারাত্মক  যার ব্যথা হয়েছে সেই কিন্তু বুঝতে পারে এর কতটা  যন্ত্রণাদায়ক ব্যাথা । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *